আজ কোর্টে উপস্থিত হয়ে জবানবন্দি দেবেন এম.জে.আকবর; পড়ুন!

Spread the love
মি টু-র তিরে বিদ্ধ হয়ে মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়েছেন গত ১৭ অক্টোবর। যে সাংবাদিক তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন, সেই প্রিয়া রমানির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। দিল্লি কোর্টে প্রথম মামলাটি ওঠে ১৮ অক্টোবর। সেদিন আকবর কোর্টে উপস্থিত ছিলেন না।  বুধবার তিনি কোর্টে উপস্থিত হয়ে জবানবন্দি দেবেন।
প্রিয়া রমানির পরে একে একে আরও ২০ জন মহিলা আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। আকবর প্রিয়া রমানির বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর সুনাম নষ্ট করার জন্য অভিযোগ করা হয়েছে।
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরে আকবর বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই সব অভিযোগের মোকাবিলা করতে চান। তাই সরকারি পদটি ছাড়ছেন।
প্রিয়া রমানি বলেছেন, তিনি মানহানির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রস্তুত। যাঁরা আকবরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁদের  প্রত্যেককে  বিরাট ঝুঁকি নিতে হয়েছে।
গতবছর আমেরিকায় হার্ভে ওয়েইনস্টাইন কেলেঙ্কারির পরে মি টু আন্দোলন শুরু হয়।  ভারতে ওই আন্দোলন শুরু হয় গত সেপ্টেম্বরে।  অভিনেত্রী তনুশ্রী দত্ত প্রবীণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। তার পরে ফিল্ম, রাজনীতি ও মিডিয়ার একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*