ঘুম ছুটল এলাকার মানুষের, গণ্ডারের দাপটে নাভিশ্বাস ওঠার জোগাড় বনকর্মীদের

Spread the love
ঘুম ছুটল এলাকার মানুষের। ছুটে বেড়াতে হলো বনকর্মীদের। মঙ্গলবার অসমের লখিমপুরের লাগাসুতে লোকালয়ে ঢুকে পড়ে দুটি গণ্ডার। তাণ্ডব চালাতে থাকে এলাকায়। মানুষের বাড়ির উঠোন থেকে ফসলের ক্ষেত। লণ্ডভণ্ড করে দেয় সব। খবর দেওয়া হয় বনদতরে। কিন্তু বনকর্মীরা আসতে আসতেই দুটি গণ্ডার যা ঘটানোর ঘটিয়ে ফেলে।
গণ্ডারের গুঁতোয় মৃত্যু হয়েছে দুটি ষাঁড়ের। স্থানীয় এক বাসিন্দাও গুরুতর জখম। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এরপর শূণ্যে গুলি করে গণ্ডার দুটিকে জঙ্গলের দিকে নিয়ে যায়।
অন্যদিকে মঙ্গলবারই উত্তরবঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একিটি চিতাবাঘের শাবকের। স্থানীয়রা জানিয়েছেন, শিলিগুড়ি-বিধাননগর রাস্তায় পারাপার করতে গিয়ে ট্রাকের তলায় পিষে যায় চিতার শাবকটি। বুধবার বাগডোগরায় ময়না তদন্তে হবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*