কালী পুজোর এক সপ্তাহ আগেই শহরে আটক হলো বিশাল পরিমাণ নিষিদ্ধ বাজি। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি বিশেষ দল পণ্যবাহী একটি গাড়িকে আটক করে। তার মধ্যে মিলেছে ৩১ পেটি নিষিদ্ধ বাজি। পুলিশের তরফে জানানো হয়েছে আটক হওয়া বাজির আনুমানিক ওজন প্রায় ৮০০ কেজি। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। পুলিশ জানিয়েছে, জেরায় চালক জানিয়েছে, গাড়ির মালিকের নাম সন্তোষ কুমার শাহ। বড়বাজার থানায় মামলা রুজু করেছে পুলিশ।
এমনিতেই বাজি নিয়ে দেশের শীর্ষ আদালত এ বার দু’ঘণ্টার বিধি বেঁধে দিয়েছে। দূষণ ঠেকাতে সমস্ত বাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল আদালতে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট পরিবেশ এবং দেশের কয়েক লক্ষ বাজি শ্রমিকের কথা মাথায় রেখে রায় দেয়, কালী পুজো এবং দেওয়ালিতে বাজি পোড়ানো যাবে রাত্রি ৮টা থেকে দশটা। ক্রিসমাস ইভেও ২৫ ডিসেম্বর-১জানুয়ারি পর্যন্ত রাত্রি ১১টা ৫৫মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে আদালত। এর মধ্যেই নিষিদ্ধ বাজি উদ্ধার করল কলকাতা পুলিশ।
Be the first to comment