বহু চেষ্টা করেও বাঁচানো গেল না বেঙ্গল সাফারি পার্কের খুদে বাসিন্দা ‘ইকা’কে; পড়ুন!

Spread the love
খেলতে গিয়ে জখম হয়েছিল। তিনদিন ধরে খুড়িয়ে হাঁটছিল ছানাটি। সঙ্গে সঙ্গেই তৎপর হন বেঙ্গল সাফারি পার্কের কর্মী, আধিকারিক ও আবাসিকরা। তবুও বাঁচানো গেল না বেঙ্গল সাফারি পার্কের খুদে বাসিন্দাকে। আজ সকালে মৃত অবস্থায় পাওয়া যায় পার্কের বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার শীলার ছানা ইকাকে।
১৮ মে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দা শীলা তিনটি সন্তানের জন্ম দেয়। সবথেকে শেষটি ছিল ইকা। পার্কের মাইক্রো বায়োলজিস্ট আদিত্য মিত্রের তত্ত্বাবধানেই ছিল ছানাগুলি। তিনি জানান, দিন তিনেক আগে অন্য শাবকগুলির সঙ্গে খেলার সময় একটা পায়ে চোট পেয়েছিল ইকা। তারপর থেকেই কিছুটা নেতিয়ে ছিল। ব্যাপারটা বুঝতে পেরেই তার চিকিৎসা শুরু করে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আজ সকালে প্রথম তিনিই ছানাটিকে মৃত অবস্থায় দেখতে পান।
আদিত্যবাবু বলেন, “ সাধারণভাবে যে সন্তানটি সবার পরে জন্মায়, সে অন্যগুলির থেকে দুর্বল হয়।  এটাই প্রাণীজগতের নিয়ম। এ ক্ষেত্রে তাই ইকা জন্ম থেকেই অন্য দুটি ছানার থেকে দুর্বল ছিল। খুবই যত্নে রাখা হত তাকে। কিন্তু চোট সামলাতে পারলো না।”
সাড়ে পাঁচ মাসের বাঘের ছানা ইকার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তও করা হচ্ছে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*