আবারও বাড়লো রান্নার গ্যাসের দাম, ২.৯৪ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম দাঁড়াল ৫০৫.৩৪ টাকা; পড়ুন!

Spread the love
জ্বালানি অগ্লিমূল্য। রান্নার গ্যাসের দাম কমারও লক্ষণ নেই। বরং লাফিয়ে লাফিয়ে সেটা বেড়ে চলেছে। অক্টোবরের শুরুতেই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার পিছু ২.৮৯ টাকা। বুধবার রাত থেকে এক লাফে ২.৯৪ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম দাঁড়াল ৫০৫.৩৪ টাকা।
অন্য দিকে, দিল্লিতে ভর্তুকিহীন গ্যাসের দামও এ মাস থেকে বাড়ার কথা রয়েছে। সিলিন্ডার পিছু ৬০ টাকা গ্যাসের দাম বাড়তে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)।
আইওসি জানিয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়েছে মূলত জিএসটি-র কারণে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় এবং বিদেশিমুদ্রার বাজারে বিনিময় মূল্যের ওঠানামার কারণে ভর্তুকিহীন গ্যাসের দামের উপর তার প্রভাব পড়ছে।
জুন মাস থেকে এই নিয়ে ছ’বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এক হাতে তেলের দামে সামান্য কয়েক পয়সা দর কমার সুরাহা দিয়ে অন্য হাতে এ ভাবে গ্যাসের দাম বাড়ানোয় কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন বিরোধীরা। তবে তেল সংস্থাগুলির দাবি, প্রতি মাসে বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের বাড়া-কমার ভিত্তিতে পরের মাসের রান্নার গ্যাসের দর স্থির হয়। বিশ্ব বাজারে স্বস্তি মিললে পরের মাসেই তার প্রভাব পাওয়া যাবে হাতেনাতে।
আইওসি জানিয়েছে, ভর্তুকির গ্যাসের দাম বাড়লেও গ্রাহকদের ভর্তুকির টাকাও বেড়েছে। এ মাস থেকেই ভর্তুকির বাড়তি টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অক্টোবর পর্যন্ত গ্রাহকরা সিলিন্ডার পিছু ভর্তুকি পেতেন ৩৭৬.৬০ টাকা, নভেম্বর থেকে সেটা বেড়ে হবে ৪৩৩.৬৬ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*