বিধ্বংসী আগুন কেরলের একটি প্লাস্টিক কারখানায়। বুধবার সন্ধ্যায় কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের একটি প্লাস্টিক কারখানায় এই ভয়াবহ আগুন লাগে। সন্ধ্যে সাতটা নাগাদ এই আগুন লেগেছে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টা পর রাত ১১টা নাগাদ আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে।
তিরুবনন্তপুরমের মানভিলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্লাস্টিক কারখানায় ছিল দুটি বহুতল। দমকলকর্মীরা জানিয়েছে, দুই বহুতলেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। যে সময়ে আগুন লাগে তখন কারখানার ভিতরেই ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কোনওমতে বেড়িয়ে আসেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন এতটাই ভয়ানক ভাবে লেগেছে যে কারখানার এক কিলোমিটারের মধ্যে কাউকে প্রবেশ করার অনুমতি দেয়নি দমকল বিভাগ। দাউদাউ করে জ্বলছে বিপুল পরিমাণ প্লাস্টিক। প্লাস্টিক পুড়ে যাওয়ার ফলে এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস। পুড়ে গিয়েছে দুই বহুতলের বেশিরভাগ অংশ। বিপজ্জনক অবস্থায় রয়েছে ওই দুই বিল্ডিং। স্থানীয়দের আশঙ্কা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই দুই বহুতল। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, দিন তিনেক আগে এই কারখানাতেই একটা ছোটখাটো আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে সেই সময় দমকলের ইঞ্জিন পৌঁছনর আগে শ্রমিক্রাই অগ্নি নির্বাপক যন্ত্রে সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন।
Be the first to comment