ছিল জহরকোট, হয়ে গেল ‘মোদী-ভেস্ট’; বিস্ফোরণ বিরোধী শিবিরে!

Spread the love
কী কাণ্ড! এ যে একেবারে পুকুর চুরি! ছিল জহরকোট, হয়ে গেল ‘মোদী-ভেস্ট’।
রঙবেরঙের জ্যাকেটের গলায় সাঁটা গেরুয়া লেবেল। তাতে বড়বড় হরফে জ্বলজ্বল করছে মোদীর নাম। এই ‘মোদী-জ্যাকেট’ থুড়ি জহরকোটের আদলে ‘মোদী-ভেস্ট’-এর ছবি টুইটারে পোস্ট করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন লিখেছিলেন, এই জ্যাকেট ভারতের প্রধানমন্ত্রীর তরফে তাঁকে পাঠানো উপহার। উচ্ছ্বসিত প্রশংসার বন্যা বইয়ে দিয়ে মুন লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী আমাকে এই অসাধারণ  কেতাদুরস্ত পোশাকগুলি পাঠিয়েছেন। ভারতের ঐতিহ্যবাহী পোশাকেরই আধুনিক সংস্করণ এগুলি। সবাই একে চেনে ‘মোদী-ভেস্ট’ নামে। গায়ের মাপেও একদম ফিট। কোরিয়া সাদরে এই উপহার গ্রহণ করেছে।”
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট শুধু মাত্র পোস্ট হওয়ার অপেক্ষায় ছিল। একে নাম ‘মোদী-ভেস্ট’, তার উপর জ্যাকেট গায়ে মুনের ছবি দেখেই মোটামুটি ছোটখাটো বিস্ফোরণ ঘটে গেছে বিরোধী শিবিরে। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি তো বলেই ফেলেছেন, “মোদী আগে গান্ধীর চশমা চুরি করেছিলেন, এখন জহরকোটকে মোদী-জ্যাকেট বলে চালাচ্ছেন। তাঁর স্বভাবই কংগ্রেসের সব কিছুকে নাম পাল্টে নিজের বলে চালানো।”
মোদীর উপহারের প্রশংসা করলেও তাঁকে খোঁচা দিতে ছাড়েননি ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। টুইটে তিনি লেখেন, “খুব ভাল কথা মোদী উপহার পাঠিয়েছেন, কিন্তু এই ভাবে নাম বদলে? আজীবন জেনে এলাম এগুলোর নাম নেহেরু-জ্যাকেট, এখন শুনছি মোদী-ভেস্ট। আফশোস ২০১৪ সালের আগে এই সব কিছুই ছিল না।” প্রধানমন্ত্রীকে একহাত নিতে ছাড়েননি আরজেডি নেতা তেজস্বী যাদবের রাজনৈতিক উপদেষ্টা সঞ্জয় যাদবও। তাঁর কথায়, “তাহলে মোদীজি নেহরু জ্যাকেটের লেবেল বদলে মোদী-জ্যাকেট করেই নিলেন। ভাবা যায় না!”
এর আগে আমদাবাদের পোশাক বিপণি সংস্থা ‘জেড-ব্লু’-র তৈরি করা দশ লাখি স্যুট পরে বিড়ম্বনায় পড়েছিলেন মোদী। এই ‘মোদী-ভেস্ট’ও তাদেরই তৈরি। প্রেসিডেন্টের গায়ের মাপে বানিয়ে সেগুলি উপহার হিসেবে পাঠানো হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
কংগ্রেসের দাবি জওহরলাল নেহেরু আজীবন ঠিক এমনই গলাবন্ধ জ্যাকেট পরে এসেছেন। জ্যাকেট পরেন মোদীও। তাই বলে একেবারে লেবেলে নাম বদলে ‘মোদী-ভেস্ট’ করে দেওয়াটা নিম্ন রুচির পরিচয়। এই ভাবে নামের অদলবদল করেই মন জেতার চেষ্টা করছেন মোদী। টুইটারে মদী-জ্যাকেট ও মুন জায়ের ছবি দেখে নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন ভিউয়াররাও। কারওর দাবি এই ভেস্টগুলো আদতে নেহেরু-জ্যাকেটও নয়, মোদী-জ্যাকেটও নয়, বরং এর নাম ‘সর্দারি।’ আবার কেউ প্রেসিডেন্টের ভুল ধরিয়ে দিয়ে টুইট করেছেন, “প্রেসিডেন্ট আপনি ভুল করছেন, এই ভেস্টগুলোকে বলা নেহেরু-জ্যাকেট, মোদী-জ্যাকেট নয়, কারণ মোদী আর যাই হোন নেহেরু হতে পারবেন না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*