মরুভূমিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ৫৩ বছর বয়সী এক মহিলা, পশুপালকদের সৌজন্যে ফিরলো জীবন!

Spread the love
মরুভূমিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ৫৩ বছর বয়সী এক মহিলা। জ্ঞান হারিয়ে পড়েছিলেন তিনদিন। তারপর কোনক্রমে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আশ্রয়ের খোঁজে। বেশিদূর যেতে পারেননি । জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। স্থানীয় পশুপালকরা খুঁজে পেয়েছে তাঁকে।
১২ অক্টোবর অ্যারিজোনার মরুভূমির ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেই মহিলা। ফিনিক্স থেকে ১০০ কিলোমিটার উত্তরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খাদে।  ৫০ ফুট নীচে এক বিশাল গাছে আটকে গাড়ি ঝুলতে লাগল।
মহিলা গুরুতর চোট পেয়েছিলেন। তিনি অজ্ঞান হয়ে গাড়ির ভিতরেই পড়ে রইলেন তিনদিন। জ্ঞান ফিরলে তিনি গাছ থেকে নামলেন। হাঁটতে শুরু করলেন নিকটবর্তী রেললাইনের দিকে। কিন্তু ৫০০ গজ এগিয়ে আর পারলেন না।  জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শুকনো নদীখাতে।
স্থানীয় এক র‍্যাঞ্চের বেড়া টপকে পালিয়ে গিয়েছিল একটি গরু। তাকে খুঁজতে বেরিয়েছিলেন র‍্যাঞ্চের মালিক ডাভ মোরালেজ। সঙ্গে ছিলেন রাস্তা সারানোর কয়েকজন শ্রমিক। তাঁরা দেখতে পান, গাছের ওপরে একটি গাড়ি ঝুলছে। গাছের নীচে একজনের পায়ের ছাপ।  পায়ের ছাপ ধরে খুঁজতে খুঁজতে তাঁরা ওই মহিলাকে দেখতে পান।  তাঁর পরনে ছিল টি শার্ট ও শর্টস। পায়ে চপ্পল। তাঁর মাথায় চোট লেগেছিল। কাঁধের হাড় সরে গিয়েছিল। পাঁজরও ভেঙেছিল। মোরালেজ বলেছেন, আর এক রাত ওইভাবে পড়ে থাকলে তিনি বাঁচতেন কিনা সন্দেহ।
মোরালেজরা খবর দিতে হেলিকপ্টারে চড়ে উড়ে আসেন ত্রাণকর্মীরা।  দ্রুত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*