প্রথমে দু’চারটে মিষ্টি কথা। তারপরই বন্ধুত্ব পাতানোর আর্জি। জোধপুরের স্কুল ফেল যুবকের কথা বলার ধরণই ছিল আলাদা। তাতেই ফাঁদে পড়ে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুইয়েছেন অনেক তরুণীই। তদন্তে নেমে বছর চব্বিশের ওই যুবককে গ্রেফতার করেছে বান্দ্রা পুলিশ।
শুধু নিজের রাজ্য নয়, ভিন রাজ্যের মেয়েরাও ছিল তার টার্গেট। হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে মেয়েদের অশ্লীল ছবি ও মেসেজ পাঠানো ছিল তার নেশা। পুলিশ জানিয়েছে, যুবকের নাম দীপ্তেশ প্রকাশচাঁদ সালেচা। তাকে জেরা করে অবাক তদন্তকারী অফিসাররা। যুবক স্কুল ফেল হলে কী হবে, হ্যাকিংয়ে সে মাস্টারমাইন্ড। ইউ টিউব দেখে দেখেই হ্যাকিংয়ের যাবতীয় কলাকৌশল আয়ত্ত করে ফেলেছে সে।
পুলিশ জনিয়েছে, অভিযোগ আসছিল নানা জায়গা থেকেই। সম্প্রতি বান্দ্রার এক ডাবিং আর্টিস্ট পুলিশে অভিযোগ করেন তাঁরই এক বন্ধুর সূত্রে আলাপ হয় দীপ্তেশের সঙ্গে। যুবকের কথা বলার ধরন মুগ্ধ করে তাঁকে। বছর চল্লিশের ওই শিল্পী জানিয়েছেন, যুবকের কথা মেনেই একদিন তিনি তাঁর মোবাইল ওটিপি নম্বর দিয়ে দেন যুবককে। তার পরই দেখা যায় তাঁর হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তাঁরই নম্বর থেকে অশ্লীল ছবি ও মেসেজ পৌঁছে গেছে তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা আরও অনেকের নম্বরে।
অভিযোগকারিনীর দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে দীপ্তেশের খোঁজ পায় পুলিশ। জোধপুর থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সে। জানিয়েছে, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের মোবাইলের ওটিপি নম্বর জোগাড় করত সে। সেই নম্বর থেকেই ওই মহিলার হোয়াটস্অ্যাপ হ্যাক করে তাঁর নম্বর থেকেই অশ্লীল ভিডিও পাঠাত আরও অনেক মহিলার নম্বরে। শুধু হোয়াটস্অ্যাপ নয়, মহিলাদের ফেসবুক অ্যাকাউন্টেও আড়ি পাতা ছিল তার নেশা।
এর আগেও নানা অপরাধমূলক কাজের সঙ্গে নাম জড়িয়েছিল দীপ্তেশের। পৃথক একটি ঘটনায় তাকে একবার গ্রেফতার করেছিল নাসিক পুলিশ।
Be the first to comment