২৬ নভেম্বর অবধি কার্তি অথবা পি চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

Spread the love
প্রতিবার বিদেশে যাওয়ার আগে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে হয় এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরমকে । কিছুদিনের মধ্যেই তাঁর ইতালি, অস্ট্রিয়া ও ব্রিটেনে যাওয়ার কথা ছিল । কার্তির কৌঁসুলি চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট দ্রুত তাঁর বিদেশে যাওয়ার আর্জি শুনুক । কিন্তু বিচারপতিরা বললেন, এটা এমন কিছু ব্যাপার নয় যে ওই আবেদন শুক্রবারই শুনতে হবে ।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, প্রত্যেক বিচারপতির ওপরেই অত্যধিক কাজের চাপ রয়েছে। কত মানুষই তো বিদেশে যায়, আসে। এর পাশাপাশি দিল্লি কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, ২৬ নভেম্বর অবধি কার্তি অথবা তাঁর বাবা পি চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না ।
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় একনম্বর অভিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম । অভিযোগ, মনমোহন সিং সরকারের অর্থমন্ত্রী থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে একটি বিদেশী সংস্থাকে বিনিয়োগ করতে দিয়েছিলেন। বিনিময়ে সেই সংস্থা বিপুল অঙ্কের অর্থ ঘুষ দিয়েছিল তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে ।
এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট থেকে আদালতে বলা হয়েছিল, কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বটে, কিন্তু তিনি সেই সুযোগের অপব্যবহার করছেন। তাঁর বিরুদ্ধে মামলায় তদন্তে বাধা সৃষ্টি করছেন। আদালত অবশ্য তার পরেও কার্তির বিদেশে যাওয়া বন্ধ করেনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*