অসমের ঘটনাকে ধিক্কার জানাতে তৃণমূলের অফিসিয়াল পেজ ও নিজের ডিপি কালো করে প্রতিবাদ জানাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারের ডিপি কালো করে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েনও ৷
উল্লেখ্য, তিনসুকিয়ার খেরবাড়িতে খুন হন ৫ বাঙালি যুবক ৷ সন্দেহের তির আলফা (আই) জঙ্গিদের দিকে ৷ জানা গিয়েছে, অসম- অরুণাচল সীমান্তের কাছে সদিয়ায় চায়ের দোকানে বসে গল্প করছিলেন বেশ কয়েকজন ৷ তাদের মধ্যে ছিলেন সুবোধ বিশ্বাস, শ্যামল, অবিনাশ, অন্তত বিশ্বাসেরা ৷ ছিলেন ধনঞ্জয় নমঃশূদ্র ৷ জানা গিয়েছে সেনার উর্দি পরে জঙ্গিরা এসে ওই পাঁচজনকে ডেকে নিয়ে যায় বহ্মপুত্রের চরে ৷ সেখানেই গুলি করে খুন করা হয় তাদের ৷
এদিকে ঘটনার পর পরই উদ্বেগপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের হত্যালীলাকে এনআরসির ফল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি ৷ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘অসম থেকে ভয়ঙ্কর খবর এসেছে। এই নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ করছি। শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাসকে খুন করা হয়েছে। এটাই কী জাতীয় নাগরিকপঞ্জি করার সাম্প্রতিক উন্নয়ন?’
এদিকে ঘটনার প্রতিবাদে বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করছে তৃণমূল কংগ্রেস ৷
Be the first to comment