সদ্যোজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে উধাও প্রসূতি! মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় আঙুল উঠেছে কর্তৃপক্ষের দিকে। পরিবারের প্রশ্ন, সকলের নজর এড়িয়ে এক জন সদ্যপ্রসূতি কী করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারেন!
দিন চারেক আগে মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন গার্ডেনরিচের বাসিন্দা হালিমা খাতুন। শুক্রবার তাঁর ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ নার্স দেখেন, বিছানায় নেই তিনি। নেই শিশুও। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, খোঁজ চলে ওয়ার্ডের সর্বত্র। না মিললে তাঁরা খবর দেন পুলিশে। দুপুরে জানা যায়, সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন হালিমা! একাই, কাউকে কিছু না বলে।
কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া কী ভাবে সম্ভব! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে।
মেডিক্যাল কলেজ হাসপাতালেই বছর তিনেক আগে শিশুচুরির অভিযোগ উঠেছিল। তার পর থেকে সিসিটিভির নজরে মুড়ে দেওয়া হয় গোটা প্রসূতি বিভাগ। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষী। তা সত্ত্বেও হালিমা কী ভাবে সকলের নজর এড়িয়ে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, উঠছে সেই প্রশ্ন।
Be the first to comment