আর্থিক অনটনের মধ্যেই ‘দিওয়ালি সেল’-এর কথা ঘোষণা করলো জেট এয়ারওয়েজ; পড়ুন বিস্তারিত!

Spread the love
সংস্থার আর্থিক অবস্থা যতোই খারাপ হোক না কেন মাঝেমধ্যেই বিমান টিকিটে ডিসকাউন্টের ছড়াছড়ি ৷ ভারতের এই প্রিমিয়াম বিমানসংস্থার ব্যবসা গত বেশ কয়েক মাস ধরেই ধুঁকছে ৷ আর্থিক অনটনের মধ্যেই ‘দিওয়ালি সেল’-এর কথা ঘোষণা করেছে জেট এয়ারওয়েজ ৷
ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রেই এই অফারে ৩০ শতাংশ পর্যন্ত বিমান টিকিটে ছাড় পাবেন গ্রাহকরা ৷ শুধু জেট এয়ারওয়েজই নয়, এই বিমানসংস্থার সঙ্গে কোড শেয়ার করা দুই বিদেশি বিমানসংস্থা এয়ার ফ্রান্স এবং কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের টিকিটেও ছাড় পাবেন যাত্রীরা ৷ ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত ৷ অর্থাৎ এই দিনের মধ্যে টিকিট কাটলেই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই সেক্টরেই ছাড় পাবেন গ্রাহকরা ৷ জেট এয়ারওয়েজের ‘দিওয়ালি সেল’ নিয়ে যে কয়েকটি তথ্য জানা প্রয়োজন:-
৫,০০০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ছত্তিশগড়ের বিজেপি সরকারকে বিঁধলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়তে পারলে এই বিষয়ে যথাযথ তদন্ত করবে ও দোষীদের শাস্তি দেবে কংগ্রেস, জানিয়েছেন তিনি।
একটি সাংবাদিক সম্মেলনে সুরজেওয়ালা জানিয়েছেন ১৬১টিরও বেশি চিটফান্ড ওই রাজ্যে সক্রিয় ও এর ফলে জনগণের টাকা-পয়সা তছনছ হয়েছে । চিটফান্ড কেলেঙ্কারির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লক্ষ পরিবার । ১ লক্ষ এজেন্ট প্রায় ৫ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৫৭ জনের ।
১.  জেট এয়ারওয়েজের এই অফার বিভিন্ন রুটের ক্ষেত্রে বিভিন্ন
২. ইন্টারন্যাশনাল সেক্টরের যাত্রীরা এখনই এই অফার পাবেন ৷
৩. ডোমেস্টিক সেক্টরে ‘প্রিমিয়ার’ ক্লাস যাত্রী ৮ দিনের মধ্যেই এই অফার পাবেন ৷ অন্যদিকে ইকনমি শ্রেণীর যাত্রীরা এই অফার পেতে ১৫ দিনের সময়সীমা দেখেই টিকিট বুক করুন ৷
৪. শুধু ভারতীয়রাই নয় ৷ নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার যাত্রীরাও ভারত, মধ্য-প্রাচ্য বা ইউরোপের টিকিটে এই অফার পাবেন ৷ ৫. শিশুদের জন্যও টিকিটে থাকছে বিশেষ ছাড় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*