রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্ত শুরু করলো ৩ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি; পড়ুন!

Spread the love

রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তে নামল ৩ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি। সদস্যদের হাতে যাবতীয় তথ্য প্রমাণ জমা দিল বোর্ড। প্রথমে এক সাংবাদিক ও পরে ৩ মহিলা বোর্ডের সিইও-র বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। তারপরই অভিযোগের তদন্ত শুরু করে বোর্ড। এছাড়াও আর কেউ যদি অভিযোগ জানাতে চান, তার জন্যও ব্যবস্থা নিয়েছে কমিটি।

দেওয়া হয়েছে bccienquirycommittee@gmail.com একটি ই-মেল আইডি। যে কেউ এখানে যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারেন আগামী ৯ নভেম্বরের মধ্যে। ১০ নভেম্বর আবার আলোচনায় বসবেন কমিটির সদস্যরা। তদন্ত শুরুর ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*