পরিবেশপ্রেমীদের রাস্তায় নেমে আন্দোলন কাজে এল না। মরতেই হল বাঘিনী অবনীকে। শুক্রবার রাতে ঠাণ্ডা মাথায় “মানুষ খেকো” বাঘিনী অবনীকে গুলি করে মারা হল। মহারাষ্ট্রের পনধড়কওয়ারা জঙ্গলে অবনীকে প্রাণে মারল বনদফতর কর্মীরা।
জানা যাচ্ছে, ১৪ মানুষ খেয়ে ত্রাসে পরিণত হয়েছিল অবনী। মহারাষ্ট্রের ইয়াভাটমাল গ্রামের পাশেই বিশাল পনধড়কওয়ারা জঙ্গল। লোকালয়ে মাঝে মাঝেই ঢুকে পড়ত “মানুষ খেকো” অবনী বলে জানা যাচ্ছে। নেই নেই করে গত এক বছরে ১৪ জনকে শিকার করেছে সে। তারপর থেকেই আতঙ্কিত গ্রামবাসী অবনীকে মেরে ফেলার দাবি জানায় বন দফতরের কাছে।
অবনী আতঙ্ক এতটাই বেড়ে যায় যে, বাঘিনীকে দেখলেই গুলি করার নির্দেশ দেয় বনদফতর। নির্দেশ জারির পরই গত ২ মাস ধরে অবনীর খোঁজ চালাচ্ছে কর্মীরা। জঙ্গলের মধ্যেই ঘুরছে অবনী বলে খবর ছিল। শুক্রবার রাতেই গ্রামের বাঘ আতঙ্কে আপাতত ইতি টানতে সফল বন দফতর। অবনীর নিথর দেহ এখনও প্রকাশ্যে আনা হয়নি।
Be the first to comment