ছবি সৌজন্যে- রাজীব মুখোপাধ্যায়
আগামী শনিবার ১০ নভেম্বর বিকেল ৪টে নাগাদ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪ তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর শুভ সূচনা হতে চলেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন অমিতাভ বচ্চন। উৎসব চলবে ১৭ নভেম্বর অর্থাৎ পরের শনিবার পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ খান, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, নন্দিতা দাস, মহেশ ভাট, সঞ্জয় দত্ত, মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিলকক, সাইমন বেকার। এছাড়াও উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক সহ চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবছরে ১৬টি পেক্ষাগৃহে ৭০টি দেশের ১৫০০টি চলচ্চিত্রের মধ্যে থেকে বাছাই করা ১৭১টি পূর্ণাঙ্গ চলচ্চিত্র এবং ১৫০টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে। এবছরের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ হলো অস্ট্রেলিয়া। বিশেষ ‘ফোকাস কান্ট্রি’ হলো টিউনিশিয়া। এছাড়া এবছর বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ১১ থেকে ১৭ নভেম্বর ১৪টি কালজয়ী বাংলা সিনেমা দেখানো হবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে দেখানো হবে ‘এন্টনি ফিরিঙ্গি’।
শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে একথাই ঘোষণা করলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক গৌতম ঘোষ এবং তথ্য সংস্কৃতি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার।
দেখুন-
Be the first to comment