উপত্যকায় শীতের মরশুমের শুরুতেও প্রথম তুষারপাত আরম্ভ হয়ে গিয়েছে। আর তার দাপট এতটাই যে শনিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রাজ্যের অশিকাংশ জায়গাতেই নেই বিদ্যুৎ। এমনকী এই তালিকায় রয়েছে হাসপাতালও। বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা সচল রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভারী তুষারপাতের ফলে কোনও ভাবেই কিছু করা সম্ভব হচ্ছে না।
জানা গিয়েছে, তীব্র তুষারপাত হচ্ছে শ্রীনগরে। যার জেরে বাতিল হয়েছে বহু উড়ান। শ্রীনগর বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, কেবল শ্রীনগর বিমানবন্দর নয় জম্মু এয়ারপোর্ট থেকেও বাতিল হয়েছে বেশ কিছু উড়ান। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে তা জানিয়েও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তুষারপাতের ফলে ভয়ানক পর্যায়ে পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের পরিবহণ ব্যবস্থা। অশিকাংশ এলাকায় বরফ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। বেশ কিছু জায়গায় বরফ গলে জল জমে গিয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে গোটা উপত্যকা জুড়ে। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের অর্থনীতির অন্যতম উপাদান আপেল গাছ। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছেন উপত্যকার আপেল চাষীরা। শনিবার তুষারপাতে আটকে পড়েছিলেন বহু মানুষ। উদ্ধার করা হয়েছে ১২০ জনকে। তাঁদের মধ্যে বেশিরভাগই ট্রেকার। মুঘল রোডের কাছে পীর কি গলি থেকে উদ্ধার করা এই ১২০ জনকে।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ নভেম্বর থেকে উন্নতি হবে আবহাওয়ার। তুষারপাত বন্ধ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উপত্যকার আবহাওয়া দফতর। ৫ নভেম্বর থেকে আগামী ২ থেকে ৩ সপ্তাহ আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও ভারী তুষারপাতের ফলে আগামী ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে উষ্ণতার পারদ এক ধাক্কায় অনেকটা কমবে বলেই আশঙ্কা করছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
Be the first to comment