সোমবার খুলছে শবরীমালা মন্দিরের দরজা। আর তার আগেই মহিলা সাংবাদিকদের কাছে মন্দিরে না আসার আবেদন রাখা হল । রবিবার এই অনুরোধ রাখল কেরলের বেশ কয়েকটি হিন্দু সংগঠন। তারা জানিয়েছে, সংবাদের কারণে অযথা মহিলা সাংবাদিকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই, এই অনুরোধ করা হচ্ছে।
এর আগে ১৭ -২২ অক্টোবর শবরীমালা মন্দির খোলা হয়। সেই সময় সবমিলিয়ে প্রায় ১২জন মহিলা মন্দিরের প্রবেশদ্বারে ঢোকার চেষ্টা করলেও সফল হননি। ১২ জনের মধ্যে ৩ জন ছিলেন সাংবাদিক। ৩ জনকেই “শবরীমালা বাঁচাও কমিটি”-র সদস্যরা হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই মন্দির কমিটিকে নানা ধরণের প্রশ্নের মুখে পড়তে হয়। বিশেষ করে, এক মহিলা সাংবাদিককে ২০ জনের দল ঘিরে ফেলার ঘটনায় বেশি করে সমালোচনার মুখে পড়ে মন্দির কমিটি। সেই সমস্ত বিতর্ক থেকে বাঁচতে, মন্দির কমিটিই এই অনুরোধ করেছে কি না, সেই প্রশ্নও উঠছে। তবে , বিষয়টি নিয়ে বেশি মুখ খুলছে না মন্দির কমিটি।
সোমবার অনেক আন্দোলন-সংঘর্ষের পর খুলছে শবরীমালার দরজা। বিক্ষোভ ঠেকাতে মন্দিরের সামনে ১৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিক ছাড়াও সন্নিধাম, নিলক্কল ও পাম্বায় মোতায়েন করা হয়েছে একটি ২০ সদস্যের কম্যান্ডো টিম। পুলিশ সুপার জানিয়েছেন, কোনও মহিলা যদি মন্দিরে প্রবেশের জন্য পুলিশি নিরাপত্তা চান তাহলে তাঁকে সেটা দেওয়া হবে। সবমিলিয়ে দরজা খোলার আগেই শবরীমালার উত্তাপ বাড়ছে।
Be the first to comment