শেষ ১৮ দিনে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম, কিছুটা হলেও স্বস্তিতে ভারতবাসী; পড়ুন!

Spread the love
আপাতত খানিকটা স্বস্তিতে রয়েছেন ভারতবাসী। কারণ পরিসংখ্যান বলছে, শেষ ১৮ দিনে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা।
গত কয়েকমাস ধরেই টানা বৃদ্ধি পাচ্ছিল তেলের দাম। জ্বালানির দাম বৃদ্ধির হার দেখে গবেষকরা আশঙ্কা করেছিলেন চলতি বছরে হয়তো সেঞ্চুরি করে ফেলবে পেট্রল-ডিজেলের দাম। ১০০-এর দোরগোড়ায় না পৌঁছলেও অনেক রাজ্যেই তার কাছাকাছি গিয়েছিল জ্বালানির দাম। কলকাতা-দিল্লি-মুম্বই এবং চেন্নাই এই চারটি মেট্রোপলিটান শহরে পাল্লা দিয়ে বাড়ছিল পেট্রল-ডিজলের দাম। তবে এখন খানিকটা স্বস্তি। অবশেষে দাম কমেছে তেলের। বর্তমানে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৭৮.৭৮ টাকা। এবং ডিজেলের দাম ৭৩.৩৬ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে এক লিটার পেট্রলের দাম ৮২.২৮ টাকা। আর ডিজেলের দাম ৭৬.৮৮ টাকা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকার দামের উপরেই নির্ভর করে জ্বালানির দাম। গত একমাসে আন্তর্জাতিক বাজারে বারবার বৃদ্ধি পেয়েছে তেলের দাম। আর পাল্লা দিয়ে কমেছে টাকার দাম। আর সেই জন্যেই ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে আম জনতাকে ছ্যাঁকা দিচ্ছিল জ্বালানির দাম। অগস্ট মাসের ১৬ তারিখ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৬.৮৬ টাকা। এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬.৭৩ টাকা। অক্টোবরের ৪ তারিখ দিল্লিতে পেট্রলের দাম ছিল ৮৪ টাকা। আর মুম্বইতে নব্বই পেরিয়ে পেট্রল পৌঁছেছিল ৯১.৩৪ টাকায়।
আকাশ ছোঁয়া দামের ঠেলায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন সব রাজ্যেই লিটার প্রতি ১.৫০ টাকা কমানো হবে জ্বালানির দাম। এর পাশাপাশি রাজ্যগুলিকেও তেলের দামে লিটার প্রতি ১ টাকা ছাড় দেওয়ার প্রস্তাব রাখে কেন্দ্রীয় সরকার। অক্টোবরের ৫ তারিখেই হাতেনাতে ফল পান দেশবাসী। একধাক্কায় দাম কমে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম হয় ৮১.৫০ টাকা, মুম্বইতে ৮৬.৯৭ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি দিল্লিতে হয় ৭২.৯৫ টাকা এবং মুম্বইতে ৭৭.৪৫ টাকা।
তবে আপাতত দাম কমলেও ফের যে জ্বালানির দাম বাড়বে না এমন গ্যারান্টি দিতে পারছে না কেউই। তাই ক্ষণিকের স্বস্তির সঙ্গে দেশবাসীর এখন উপরি পাওনা  একরাশ আশঙ্কায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*