ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চারশ। এছাড়াও আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সূত্র থেকে জানা যায়, ভূমিকম্পে দেশটির কিরানশাহ প্রদেশের একটি শহরে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পটি ইরাকি কুর্দিস্তানে হালাব্জার ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণপশ্চিমাঞ্চলে স্থানিয় সময় রাত ৯.২০ র সময় আঘাত হানে, সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে দু’দেশের এখন পর্যন্ত ৪৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে। মার্কিন জিওলোজিকাল সার্ভে থেকে জানায়, ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। সোমবার এক বিবৃতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলিকে নির্দেশ দিয়েছেন। একটি সূত্রে জানা গেছে, ৭০ হাজার মানুষ ভূমিকম্পে বাস্তুহারা হয়ে পড়েছে। তাদের জরুরি আশ্রয় দেওয়া প্রয়োজন।
Be the first to comment