ডেঙ্গি ধরা পড়া সত্ত্বেও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। প্লেটলেট দিয়েও রোধ করা যাচ্ছে না হেমারেজিক শক। ডেঙ্গির কোনও প্রতিষেধক সেই অর্থে বাজারে নেই। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার আয়ুর্বেদে ভরসা রাখল। ডেঙ্গির চিকিৎসায় একটি আয়ুর্বেদিক ওযুধ নিয়ে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে জানালেন আয়ুষ দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক।
আযুষ দফতরের সচিব রাজেশ কোটেচা জানিয়েছেন, বিভিন্ন স্তরে ওষুধটির কর্মক্ষমতা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। আগামী কয়েক বছরের মধ্যেই ওযুধটি তৈরি হয়ে যাবে ও বাজারে এসে যাবে বলে তাঁদের আশা। যত দ্রুত সম্ভব ওষুধটিকে বাজারে আনার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন। আয়ুর্বেদের সম্প্রসারণ ও বাজার বৃদ্ধি নিয়ে একটি আলোচনাসভায় যোগ দিতে এসে ডেঙ্গুর ওষুধের বিষয়টি বলেন মন্ত্রী।
প্রাচীন ভারতের চরক সংহিতা ও সুশ্রুত সংহিতায় যে সব চিকিৎসার কথা বলা হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রায় ২০ লক্ষ ওযুধ তৈরি হতে পারে এই দুই বইয়ের সমস্ত তথ্য যদি ঠিক ভাবে কাজে লাগানো যায়। বিজেপি সরকার আয়ুষ ব্যবসার সম্প্রসারণ করতে উদ্যোগী। এর জন্য মোদী সরকারের ডিজিট্যাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়ার মতো প্রকল্পর সঙ্গে আয়ুর্বেদকে জুড়ে দিতে হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পকে যাতে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া যায় তার জন্য আয়ুর্বেদের সম্প্রসারণ বিশেষ জরুরি।
Be the first to comment