কোন পথে এগোবে দলের ছাত্র সংগঠন? কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়; পড়ুন!

Spread the love
কিছুদিন আগেই দায়িত্বে এসেছেন টিএমসিপির রাজ্য সভাপতি। কোন পথে এগোবে দলে ছাত্র সংগঠন ? এদিনের বৈঠকে তাও স্পষ্ট করা হয়।
বেশকিছু দিন ধরেই নানা ঘটনায় স্পষ্ট হচ্ছিল প্রবণতা। দলীয় রাজনীতি এমনকী গোষ্ঠীদ্বন্দ্বেও বারবার নাম জড়াচ্ছে শাসক দলের ছাত্রনেতাদের। বিপদ বুঝেই ফের কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। তৃণমূল মহাসচিবের বার্তা, দলীয় রাজনীতি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই ছাত্রনেতাদের।
ছাত্রদের নানা দাবি নিয়ে আন্দোলনের বদলে দলীয় রাজনীতি নিয়েই বেশি মাথা ঘামাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। বিভিন্ন কলেজে সংঘর্ষ এমনকী গোষ্ঠীকোন্দলেও নাম জড়াচ্ছে এইসব নেতাদের। ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকেই রাশ টানতে নামলেন তৃণমূল নেতৃত্ব। কী করা যাবে, আর কী নয় , তা নিয়ে নির্দেশিকা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পড়ুয়াদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনসর্বভারতীয় স্তরে জনবিরোধী নীতির বিরোধিতাশিক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা নতুন পড়ুয়াদের সামিল করে সংগঠন মজবুত করা অধ্যক্ষ ঘেরাও চলবে না কলেজের অনুষ্ঠানে অশ্লীলতা নাচ-গান চলবে না
তৃণমূল নেতৃত্বের দাবি, ছাত্র সংগঠন পড়ুয়াদের দাবি-দাওয়া নিয়ে লড়াই না করলে সংগঠনেরই ক্ষতি। নতুন ছাত্রদের কাছে দল ও সংগঠনকে জনপ্রিয় করার কাজও এগোয় না। রবিবার ছিল নবগঠিত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির বৈঠক। তাই কড়া বার্তা দিতে এই বৈঠককেই বেছে নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*