মাঝ আকাশে মুখোমুখি দু’টি প্লেন। মারা গিয়েছেন একটি যাত্রিবাহী বিমানের চালক। রবিবার মুখোমুখি সংঘর্ষের পর কানাডার রাজধানী অটোয়াতে ভেঙে পড়ে ওই যাত্রিবাহী বিমান। পুলিশ জানিয়েছে, সম্ভবত অন্টারিওতে এই দুর্ঘটনা ঘটেছে। অটোয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর অন্টারিও। যদিও দুর্ঘটনার সঠিক জায়গা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত প্লেনে একা ছিলেন পাইলট। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে ভাগ্যের জোরে বেজে গিয়েছে আর একটি প্লেন। অটোয়া বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে দ্বিতীয় প্লেনটি।
ট্রান্সপোর্ট কানাডার মুখপাত্র জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ দিকে সংঘর্ষের পর দ্বিতীয় বিমানের চালক এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের মেসেজ পাঠিয়েছিলেন। জানিয়েছিলেন, নীচের দিক থেকে ভেঙে গিয়ে বিমান। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ল্যান্ডিং গিয়ার। তবে ওই বিমানের চালক এবং যাত্রী সবাই নিরাপদেই রয়েছে। কারোও কোনও আগাত লাগার খবর পাওয়া যায়নি।
Be the first to comment