প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলিতে মাতেন প্রধানমন্ত্রী। এবারও হেরফের হল না, এই বছর কেদারনাথে কাটবে মোদীর দীপাবলি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, বুধবারই কেদারনাথ যাবেন মোদী।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নিয়ম মেনে সেনাদের সঙ্গেই আলোর উৎসব কাটান। ২০১৪ সালে প্রধানমন্ত্রীত্ব পেয়েই দীপাবলিতে সিয়াচেন সেনা বেস ক্যাম্পে গিয়েছিলেন। সেদিনই ঘোষণা করেন প্রতি বছর দীপাবলি সেনা ক্যাম্পেই কাটাবেন। কথাও রেখেছেন, ২০১৫-তে অমৃতসরের খাসায় সেনা মেমোরিয়াল, ২০১৬-তে হিমাচলের ভারত-তিব্বত সীমান্তবর্তী সেনা ক্যাম্প ডোগরা, ২০১৭-তে জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় কাটান। এবার কেদারনাথে।
দেশের প্রধানমন্ত্রী যৌবনে ছিলেন যোগী। নিজের বিভিন্ন ভাষণে যা স্বীকারও করেছেন মোদী।জানা যাচ্ছে, কেদারনাথের “ধ্যান গুহা”-য় বছর কুড়ির মোদী নাকি ধ্যান করেছিলেন।গুহাতে কাটিয়েছিলেন কয়েকটা দিন। সেই স্মৃতিতে ফিরতেই মোদীর কেদারনাথ সফর বলে জানা যাচ্ছে।
Be the first to comment