কালীপুজোর আগের দিন অর্থাৎ সোমবার দক্ষিণশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি কুশল চৌধুরী, বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দজি মহারাজ প্রমুখ। এদিন গোটা স্কাইওয়াক হেঁটে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি হলো শহরের প্রথম স্কাইওয়াক। পাশাপাশি দক্ষিণেশ্বরের ম্নদিরে গিয়ে মায়ের মূর্তিও দর্শন করেন মুখ্যমন্ত্রী। এতে ১৪টি এসক্যালেটর, ৪টি লিফট ও ৮টি সিঁড়ি রয়েছে। স্কাইওয়াকটি একাধিক জায়গার সঙ্গে সংযোগস্থাপন করছে। এটি যুক্ত করবে ট্রেন, প্রস্তাবিত মেট্রো ও ফেরিঘাটকে। স্টেশন থেকে যারা আসবেন তাদের মন্দিরে পৌঁছে দেবে স্কাইওয়াক।
স্কাইওয়াকটি লম্বায় ৩৮০ মিটার ও চওড়ায় ১০ মিটার। থাকছে চলমান সিঁড়ি, লিফট। ছাদ পলিমারের শিটের। রয়েছে সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা। রয়েছে এলইডি আলোকসজ্জা। স্কাইওয়াকের ভেতরে রয়েছে দোকান। সেখান থেকে পুজোর উপকরণ কিনে মন্দিরে যাওয়া যাবে। মনে করা হচ্ছে, ডানলপের যানজটকমে যাবে অনেকটাই। খরচ হয়েছে ৬০ কোটি টাকা।
অন্যদিকে এদিন দক্ষিণেশ্বরে ঢোকার মুখেই মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনের পাইলট কারটি উল্টে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ওই গাড়িতে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিরাপত্তারক্ষীরা। তবে কেউ আহত হননি।
Be the first to comment