রাত পেরোলেই কালী পুজো। আলোর রঙিন রোশনাইতে মেতে উঠবে রাজ্যবাসী। ইতিমধ্যেই সেজে উঠেছে বাংলা সহ শহর কলকাতা। আর যে কোনও পুজো যাকে ছাড়া প্রায় অসম্ভব সেই ঢাকিদের ছবি তুলে ধরলেন রোজদিনের চিত্রগ্রাহক প্রশান্ত দাস। এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে দেখা মিললো অসংখ্য ঢাকিদের। দুর্গাপুজো আর কালীপুজো এই দুই উৎসবে দুর-দুরান্ত থেকে শিয়ালদহ চত্বরে জড়ো হয় অসংখ্য ঢাকি।
তবে অনান্য বছরের তুলনায় এবছরে ঢাকিরা অনেকটাই বাড়িয়েছে টাকার অঙ্ক। যেমন বাড়ির জন্য সিঙ্গেল ঢাকির রেট শুরু হচ্ছে ৫ হাজার টাকা থেকে। জোড়া ঢাকির পারিশ্রমিক ৮০০০ টাকা। তবে খাওয়া দাওয়া অনান্য খরচ বহন করতে হবে পুজো উদ্যোক্তাদেরই। এছাড়া ৬ থেকে ৮ জনের কুড়কুড়ির দলের ৩ দিনের রেট ১৪ থেকে শুরু করে ২২ হাজার টাকা পর্যন্ত। এক্ষেত্রেও অনান্য খরচ-খরচা বহন করতে হবে পুজো উদ্যোক্তাদেরই। তবে অনান্য বছরের মতো এবছরেও ঢাকিদের চাহিদা বেশ ভালোই লক্ষ করা যাচ্ছে।
দেখুন ছবি-
Be the first to comment