অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গণহত্যার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁকে আইনি নোটিস পাঠালো বিজেপি। ফের ‘বাড়াবাড়ি’ করলে যে ফের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাঁর বিরুদ্ধে, তা নিয়েও সতর্ক করে দিলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়।
“অসমের পাঁচ বাঙালির হত্যাকাণ্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি ও অসম সরকারকে দায়ী করেছেন এই হত্যাকাণ্ডের জন্য। তাঁর মন্তব্যের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা আইনি নোটিসও পাঠিয়েছি”– বলেন মুকুল রায়। তিনি জানান, ওই মর্মান্তিক ও পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছে বিজেপি। মুকুলের দাবি, পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটি নিয়ে একটা টেনশনের পরিস্থিতি জিইয়ে রাখতে চাইছে। যা, গোটা জাতির পক্ষেই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।
গত বৃহস্পতিবার তিনসুকিয়ার খেরনিবাড়ি গ্রামে পাঁচ জন বাঙালিকে গুলি করে মারা হয়। প্রতিবাদে শহর জুড়ে তৃণমূলের যে মিছিলগুলো বেরিয়েছিল গত সপ্তাহে, সেরকমই একটি মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই পাঁচ বাঙালিকে হত্যার সম্পূর্ণ দায় ‘বিজেপি গুন্ডাদের’। তারাই মেরেছে ওই পাঁচ জনকে, এমনটাই দাবি করেছিলেন অভিষেক।
Be the first to comment