কর্ণাটকে উপনির্বাচনের ভোটগণনা আজ ৷ তিন লোকসভা এবং দুই বিধানসভা নির্বাচনের ভোটগণনা আজ ৷ কংগ্রেস এবং জেডি(এস)-র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ শিমোগা লোকসভা কেন্দ্রে ১১হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ৷
বেলারি, শিমোগা এবং মান্ডিয়া-এই তিনটি লোকসভা কেন্দ্র এবং রামানাগাড় এবং জামাখাণ্ডি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ৷ কংগ্রেস এবং জেডি(এস) একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে ৷ শিমোগা লোকসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও কংগ্রেস-জেডি(এস) জোট পাঁচটির মধ্যে চারটি আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ৷ মান্ডিয়া লোকসভা কেন্দ্রে জেডি(এস) এগিয়ে রয়েছে ৭৬,৯৫২টি ভোটে ৷ বেলারিতে প্রায় ৮৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ভি এস উগরাপ্পা ৷ অন্যদিকে, মান্ডিয়া-তে এগিয়ে রয়েছে কংগ্রেসের জোটসঙ্গী জেডি(এস) ৷ রামানাগাড় এবং জামাখাণ্ডি বিধানসভা কেন্দ্রেও বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে জেডি(এস)-কংগ্রেস জোট ৷
এই উপনির্বাচনের প্রার্থী তালিকাও ছিল বেশ নজরকাড়া ৷ শিমোগা লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন বিএস ইয়েদুরাপ্পার ছেলে ৷ এছাড়াও রয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী-সহ আরও বেশ কিছু হেভিওয়েট নেতারা ৷ অন্যদিকে, কংগ্রেস এবং জেডি(এস)-এ খুশির হাওয়া ৷ কংগ্রেস-জেডি(এস)-কে সমর্থন করার জন্য কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ৷
Be the first to comment