আলোর উৎসব দীপাবলি। মঙ্গলবার সকাল থেকেই গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে কালীপুজোর তোড়জোড়। মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম। কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, তারাপীঠ, ফিরিঙ্গি কালীবাড়ি, আদ্যাপীঠে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে।
দক্ষিণ ২৪ পরগনার হেঁতাল ভরা জঙ্গলে হংসগেড়িয়া মহাশ্মশানের কালীমন্দিরে সাধনার পর গুরু কৈলাশ পণ্ডিতের সংস্পর্শে আসেন সাধক বামাক্ষ্যাপা। সাধক রামপ্রসাদের হালিশহরের কালীমন্দিরেও ভোর থেকেই ভক্ত সমাগম। উত্তরবঙ্গে দেবী চৌধুরানীর কালীমন্দির, দক্ষিণে কপালকুণ্ডলার মন্দির থেকে শুরু করে কঙ্কালীতলা, নলাটেশ্বরী নানা রূপে কালীর পুজোয় উৎসাহ চরমে।
রাতে থাকছে আতসবাজির রোশনাই। তবে শব্দবাজির দৌরাত্ম্যে লাগাম পরানোর জন্য সুপ্রিম কোর্টের আদেশ কতটা কার্যকর হয়, কতটা কমে শব্দবাজির তাণ্ডব তা নিয়ে সংশয় রয়েছে পুরোমাত্রায়।
Be the first to comment