কোনও শহরের নাম বদলে তাঁর যথেষ্ট ‘সুনাম’ রয়েছে ৷ এলাহাবাদ থেকে শুরু করে মুঘলসরাই ৷ ক্ষমতায় আসার পর উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরের নাম বদল করেছেন তিনি ৷ এবার শুধু শহরেই সীমাবদ্ধ থাকলেন না ৷ বদলে ফেললেন স্টেডিয়ামের নামও ৷ লখনউয়ের একানা স্টেডিয়ামের নাম বদল হয়ে হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ৷
যে কোনও স্থানের নাম বদলে ইতিমধ্যেই বিশেষ দক্ষতা অর্জন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ, মঙ্গলবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচের আগেই লখনউ স্টেডিয়ামের নাম বদলে করা হল অটলবিহারী বাজপেয়ী আন্তর্জাতিক স্টেডিয়াম
নামবদলের প্রস্তাবে স্বাক্ষর করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। তবে এখনই নাম পরিবর্তনের কাজ সম্পূর্ণ হচ্ছে না। আপাতত একানাই নাম থাকছে স্টেডিয়ামের ৷ স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই চুক্তি অনুযায়ী নাম বদল করা হবে ৷
Be the first to comment