আমেরিকার বিদেশ দফতরের সদর দফতরে প্রদীপ জ্বালালেন ভারতের দূত নভতেজ সরনা ও আমেরিকার সহকারী বিদেশ সচিব জন সুলিভান

Spread the love

আমেরিকার বিদেশ দফতরের সদর দফতরে সোমবার দেওয়ালির প্রদীপ জ্বালালেন ভারতের দূত নভতেজ সরনা ও আমেরিকার সহকারী বিদেশ সচিব জন সুলিভান। ভারত ও আমেরিকার বন্ধুত্বের নিদর্শন হিসাবে বিদেশ দফতরের ফগি বটম হেডকোয়ার্টার্সে সোমবার দীপাবলি উৎসব পালিত হয়।  অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ভারতীয় দূতাবাস ও আমেরিকার বিদেশ দফতর ।

সুলিভান তাঁর ভাষণে বলেন, আমরা দুই দেশই গণতন্ত্র, সহনশীলতা, ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতি দায়বদ্ধ। সরনা বলেন, ভারত ও আমেরিকার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছে বলেই এখানেও দেওয়ালি পালিত হচ্ছে। আমেরিকার নানা ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতরা স্বীকৃতি পাচ্ছেন। বিদেশ দফতরেও এমন অনেকে আছেন।  এর আগে ২০১৬ সালে আমেরিকায় দেওয়ালি স্ট্যাম্প প্রকাশিত হয়েছে।

উৎসবে ২০০ অতিথি উপস্থিত ছিলেন। ভারতীয় দূতাবাস ও আমেরিকার বিদেশ দফতরের কর্মীদের আমন্ত্রণ করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*