বিভিন্ন ছবিতে শিখ চরিত্রে অভিনয় করেছেন কিং খান। অথচ ভুলটা করেই ফেললেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি “জিরো”-র ট্রেলর। বেশ অন্য স্বাদের এই ট্রেলর ঘিরেই বিতর্ক। অভিযোগ, ছবির ট্রেলরে শিখ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছেন শাহরুখ।শিখদের পবিত্র “গাত্রা কৃপাণ” নিয়ে অভিনয় করেছেন তিনি। যা শিখদের ধর্মীয় ভাবাবাগকে ছোট করার সামিল।
শাহরুখের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে “দিল্লি শিখ গুরদ্বার কমিটি”।দেশের বিভিন্ন শিখ সংগঠনও শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সবার হয়েই দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন দিল্লি গুরুদ্বার কমিটির সাধারণ সম্পাদক মনজিন্দর সিং সিরসা।
অভিযোগে সিরসা জানান, ছবির ট্রেলরে “গাত্রা কৃপাণ” নিয়ে শাহরুখকে দেখা গিয়েছে। যা গোটা শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। কারণ, শিখদের মধ্যে একমাত্র অমৃতধারী শিখ এই কৃপাণ ব্যবহার করতে পারেন। সেখানে কিছু না জেনে শাহরুখ কীভাবে এই ধর্মীয় অস্ত্র ব্যবহার করলেন। শুধু অভিযোগই নয়, ছবিতে কৃপাণ পড়া শাহরুখের সব দৃশ্য ছাটাইয়ের দাবি তুলেছে শিখ সংগঠনগুতলি।
গাত্রা কৃপাণ” শিখদের দৃঢ় মনোভাবের প্রতীক। সেখানে, ট্রেলারে হাসি-ঠাট্টার ছলেই কৃপাণ পড়েছেন শাহরুখ বলে অভিযোগ উঠছে। যে সাধারণ পোশাক পরে অস্ত্রটি নেওয়া হয়েছে সেই নিয়েও আপত্তি উঠছে।
গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি কিং খান। তবে, শিখ সম্প্রদায়ের ক্ষোভের জেরে ছবির দৃশ্য ছাটাই হবে কি না, সেই নিয়ে সংশয় বাড়ছে।
Be the first to comment