মঙ্গলবার অন্তর্বর্তী নির্বাচন হল আমেরিকায়। বুথফেরত সমীক্ষায় জানা যাচ্ছে, কংগ্রেসের নিম্নকক্ষে সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা। কিন্তু উচ্চকক্ষ সেনেটে গরিষ্ঠতা বজায় রাখবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
একজিট পোলে জানা যাচ্ছে, নিম্নকক্ষের মোট ১৭টি আসনে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সেগুলিতে রিপাবলিকানদের পিছনে ফেলে দিয়েছে ডেমোক্র্যাটরা।
আপাতত কয়েকটি প্রদেশে গভর্নর নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির রন ডিস্যান্টিস হারিয়ে দিয়েছেন তালাহাসির মেয়র অ্যান্ড্রু গিলিয়ামকে। রন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগামী বলে পরিচিত। অন্যদিকে কানসাসে ট্রাম্পের আর এক অনুগামী ক্রিস কোবাক হেরেছেন ডেমোক্র্যাট লরা কেলির কাছে। ক্রিস পেশায় অ্যাডভোকেট । অভিবাসন আইন আরও কঠোর করার পক্ষে তিনি সওয়াল করেছেন একাধিকবার।
ডেমোক্র্যাটরা আশা করছেন, ২০১৬ সালে কেন্দ্র প্রার্থী হিলারি ক্লিনটন হেরে যাওয়ার ফলে দলের যে ক্ষতি হয়েছিল, তা এবার পূরণ হবে। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁরা বলতে পারবেন, মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন। তাঁদের প্রধান ভরসা তরুণ প্রজন্ম, ল্যাটিন আমেরিকার নানা দেশের ও অভিবাসী ও আফ্রিকান আমেরিকান। ট্রাম্প গত দুবছরে বিভিন্ন ভাষণে অভিবাসীদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেছেন। তাতে ডেমোক্র্যাটদের অভিবাসী ভোট পেতে সুবিধা হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
ডেমোক্র্যাটরা ঠিকই করে ফেলেছেন, নিম্নকক্ষে গরিষ্ঠতা পেলে ট্রাম্পের বিরুদ্ধে শুরু করবেন তদন্ত। প্রশাসনে কোনও দুর্নীতি আছে কিনা, তাঁর হোটেল ব্যবসা, গলফ কোর্স ও অন্যান্য ব্যবসায় কোনও অনিয়ম আছে কিনা, তা নিয়েই তদন্ত হবে।
Be the first to comment