দীপাবলির আকাশ বেশ গোমড়া। বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। জমাট মেঘ বৃষ্টির সম্ভাবনাকে গাঢ় করছিলই। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় হাল্কা বৃষ্টি শুরু হয়। মধ্য ও দক্ষিণ কলকাতায় হাল্কা-মাঝারি বৃষ্টি সকাল থেকেই। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হতে পারে শহরতলিতেও। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বর্ধমানে। কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে সারাদিন আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সারাদিন।তবে, হাওয়া অফিস জানাচ্ছে, দীপাবলির রাতে আকাশ থাকবে ঝকঝকে। বিকেলের মধ্যেই পরিষ্কার হবে আকাশ।
বিহার থেকে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বোচ্চ তাপামাত্রা ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
Be the first to comment