দেওয়ালিতে সেনসেক্স ও নিফটি উভয়েই বাড়ল এক শতাংশ। এদিন সেনসেক্স ৩১০ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৩৫,৩০২ তে। নিফটি ৮৬ পয়েন্ট বেড়ে ১০,৬১৬ -য় পৌঁছেছে। মূলত তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিগুলির শেয়ারের দাম বেড়েছে হু হু করে। তার ওপর ভর দিয়েই চাঙ্গা হয়েছে বাজার।
এই দেওয়ালিতে শুরু হল হিন্দু বৎসর সম্বত ২০৭৫। মানুষের বিশ্বাস, এই দিনে কেমন শেয়ার কেনাবেচা হল, তার পরে নির্ভর করে সারা বছর বাজারের হালচাল কেমন থাকবে।
বম্বে স্টক এক্সচেঞ্জে ৩০ টি বড় সংস্থার শেয়ারের দাম ওঠানামার ওপরে নির্ভর করে সেনসেক্স । অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০ টি কোম্পানির শেয়ারের ওঠানামার ওপরে নির্ভর করে নিফটি সূচক ।
Be the first to comment