তবে কী মৃত্যু হয়েছে আলফার সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়ার?

Spread the love

আদৌ কি মৃত্যু হয়েছে আলফার সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়ার। ক্রমেই বাড়ছে রহস্য। অবশ্য পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন, আলফার আলোচনাপন্থী সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া। বুধবার তিনি সাংবাদিকদের জানান পুরোটাই গুজব। এমন কোনও ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, মঙ্গলবার কিছু অসমিয়া সংবাদমাধ্যমে প্রথম সংবাদটি প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, কয়েকদিন আগেই চিন-মায়ানমার সীমান্তের রুইলিতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন উলফা শিবিরের নেতা পরেশ বড়ুয়া। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। দলের গতিবিধি তদারকি করতে ঘটনার দিন রুইলি রওনা দেয় বড়ুয়ার কনভয়। মাঝ পথেই দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়ি। অন্যদিকে অনুপ চেতিয়া দাবি করেন, এই খবরের কোনও সত্যতা নেই। এটা ঠিক প্রায় মাস তিনেক আগে রুইলিতেই তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তিনি আহত হন। তাঁর পায়ের পাতার কয়েকটি হাড় ও বুড়ো আঙুল ভেঙে যায়। কিন্তু সেই দুর্ঘটনার পরেও তার সঙ্গে পরেশ বড়ুয়ার তিন বার ফোনে কথা হয়। গত রবিবারেও তাকে ফোন করেছিলেন পরেশ বড়ুয়া। কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় সেই ফোন ধরতে পারেননি তিনি। আর বড়ুয়া না চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। তাই এটা মোটামুটি নিশ্চিত, পুরোটাই গুজব। অসম পুলিশের ডিআইজি পল্লব ভট্টাচার্য্যও বলেন, তাঁরাও মৃত্যুর বিষয়টি নিয়ে নিশ্চিত নয়। তাই এখনই সরকারিবাবে কোনও ঘোষণা করা হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*