সিসিটিভির ফুটেজ দেখে দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করল ভগবানপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে লুঠ হওয়া নগদের বেশিরভাগটাই। গতকালই ভগবানপুর থানা এলাকার বেহুদিয়া গ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মিত্র শাখা থেকে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা লুঠ করে। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজই ছিল পুলিশের মূল ভরসা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ফুটেজ দেখেই ডাকাতদের চিহ্নিত করে ফেলেন তারা। কারণ দলটি এর আগেও একাধিক ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। গত রাতেই নন্দীগ্রাম থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় সিং নামে এক দুষ্কৃতীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আজ ভোরে ভগবানপুরের লালপুরের বাড়ি থেকে পাকড়াও করা হয় কালু শেখ নামে আরও একজনকে। বাকিদের খোঁজ পেতে ধৃত দুজনকে জেরা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তিনমাস আগে ভগবানপুরে একটি ডাকাতির ঘটনায় পুলিশ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল। কয়েক দিন জেলে থাকার পরে সম্প্রতি জামিনে ছাড়া পায় সে। বাইরে এসেই এ বার ব্যাঙ্ক ডাকাতির ছক কষে। সেই মতো পুরনো সাগরেদদের জুটিয়ে নিয়ে বুধবার বেলা চারটে নাগাদ ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মিত্র শাখায় হানা দেয়। ছোট ওই শাখায় যে তিনজন কর্মচারি রয়েছে তাদের অস্ত্র দেখিয়ে আটকে রেখে লক্ষাধিক টাকা লুঠ করে পালিয়ে যায়। কিন্তু সিসিটিভির ফুটেজে পুরো ঘটনাটি ধরা পরায় শেষরক্ষা করতে পারেনি ডাকাতদলটি।
Be the first to comment