যুবককে ধাক্কা মেরে রাস্তায় চলন্ত গাড়ির সামনে ফেলে দিলো পুলিশ, তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর; পড়ুন!

Shadow of two person on pattered sidewalk in black and white
Spread the love
গাড়ি পার্ক করা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় এক যুবক। সেই বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। শেষে যুবককে ধাক্কা মেরে রাস্তায় চলন্ত গাড়ির সামনে ফেলে দেন পুলিশ কর্তা। আশঙ্কাজনক অবস্থায় সেই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই প্রতিবাদের ঝড় ওঠে কেরলের তিরুঅনন্তপুরমে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
ঘটনাটা গত সোমবারের। অভিযুক্ত পুলিশকর্তা ডেপুটি সুপার বি হরিকুমারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাঁকে আপাতত চাকরি থেকে বরখাস্ত করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, বরাবরই রুক্ষ মেজাজ হরিকুমারের। তবে তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটা গর্হিত অপরাধ ছাড়া আর কিছুই নয়।
জখম যুবকের নাম সানাল। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান। গুরুতর জখম অবস্থায় সানালের চিকিৎসা চলছে তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায়, নেয়াত্তিনকারার মেন রোডের উপর গাড়ি পার্ক করা নিয়েই বচসার সূত্রপাত হয়। পুলিশ কর্তার দাবি ছিল, তাঁর গাড়ির সামনেই যুবক তাঁর গাড়ি পার্ক করেছেন। সেটা অবিলম্বে সরাতে হবে। কিন্তু পুলিশ কর্তার দাবি মানতে নারাজ ছিলেন যুবক। তখন রাগের বশে যুবককে ধাক্কা মেরে চলন্ত গাড়ির সামনে ফেলে দেন হরিকুমার। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারাই।
ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়েরা। অভিযুক্ত পুলিশ কর্তাকে বরখাস্ত করার দাবিতে প্রতিবাদে সামিল হন যুবকের পরিবারের লোকজনও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, “সরকারের কাছে এটা একটা গর্হিত অপরাধ। ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*