জুলি লাহিড়ী,
সাত দাদার চম্পা একটিই বোন
ভাই় দ্বিতীয়ায়,তাই কত আয়োজন।
কোন দাদা কি খাবে চিন্তা ভারী
থাকবে পায়েস, আর দইয়ের হাঁড়ি।
দাদারাও ভাবে মনে ,দেবে উপহার
কোন দাদা কী কী দেবে নেবে তার ভার।
ডেকে বলে বড়দা ,দেবো লাল শাড়ি
বোনটি ,পড়লে আমার, মানাবে ভারি।
মেজ, সেজ ,দেবে ফিতা, চুড়ি আর টিপ
সেজেগুজে ছোট বোন জ্বালাবে প্রদীপ।
বাকি দাদা চিন্তায় কি দেওয়া যায়
শুধায় ডেকে তাই বোন কি কি চায়?
বলে বোন, দাদাভাই রেখো শিরে হাত
সবার সেরা উপহার দাদার আশীর্বাদ।।
Be the first to comment