স্টিফেন হকিংয়ের বিখ্যাত মোটরচালিত হুইলচেয়ারটি নিলামে বিক্রি হল ৩ লাখ ৯১ হাজার ডলারে। তাঁর ১১৭ পাতার একটি গবেষণাপত্র বিক্রি হয়েছে ৫ লাখ ৮৪ হাজার পাউন্ডে। এই টাকা সমাজসেবার ব্যয় করা হবে। গত মার্চে ৭৬ বছর বয়সে মারা যান বিশ্ববিখ্যাত পদার্থবিদ হকিং। দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে প্রায় গোটা জীবন তিনি ওই হুইলচেয়ারেই কাটিয়েছেন। বৃহস্পতিবার তাঁর কিছু কাগজপত্র, মেডেল, পুরস্কার, তাঁর সই করা বই “আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম”-এর একটি কপিও অনলাইনে বিক্রি হয়েছে ২ লাখ ৯৬ হাজার পাউন্ডে। আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন এবং চার্লস ডারউইনেরও কিছু চিঠি ও পাণ্ডুলিপি বিক্রি হয়েছে।
Be the first to comment