মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই হ্যাকারদের কবলে ‘ঠগস অফ হিন্দোস্তান’

Spread the love

মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই হ্যাকারদের কবলে ‘ঠগস অফ হিন্দোস্তান’। তামিল রকার্স নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হল সিনেমাটি। তাও আবার এইচডি কোয়ালিটি। এখানেই শেষ নয়, তিন ভাষায় সিনেমাটি ওয়েবসাইটে আপলোড করা হয়। এমনিতেই এবার আমিরের সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। পারেফকশনিষ্ট, অমিতাভ বচ্চনের জোরালো অভিনয় সত্ত্বেও সেরক প্রত্যাশা পূরণ হয়নি বলেও মনে করছেন দর্শকদের একাংশ। তার মধ্যে আবার হ্যাকারদের দাপট। ইতিমধ্যেই অনেক জায়গায় ছড়িয়ে গেছে লিঙ্ক। জানা গেছে, তামিল রকার্স ওয়েবসাইটটি আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর আগেও প্রচুর দক্ষিণী সিনেমা মুক্তির আগেই আপলোড হয়ে এই ওয়েবসাইটে। সম্প্রতি অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানের সিরিজ ‘স্যাকরেড গেমস’ লিক হয়েছিল তাদেরই সাইটে। রজনীকান্তের ‘কালা’ ছবিও একই কারণে সেভাবে ব্যবসা করতে পারেনি। ‘কালা’র তো এইচডি ভার্সন লিক হয়েছিল সাইটে। এই সাইটের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তামিল রকার্স এখনও চলছে। এ বছর মার্চে কেরালার অ্যান্টি-পাইরেসি সেল এই সাইটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল, ধরা পড়েছিল এই দলের এক অন্যতম সদস্যকেও। তবুও ঠেকানো যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*