শুক্রবার সন্ধ্যায় ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছিল বেসরকারি সংস্থার একটি বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে পাইলট আগুন লাগার সংকেত পান। সঙ্গে সঙ্গে কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনা হয় বিমান । রাত আটটা বেজে ২০ মিনিট নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে । যদিও বিমানে আগুন লাগার কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে সূত্রের খবর ।
১২৬ জনকে নিয়ে বৃহস্পতিবার রাত দুটোয় গায়নার রাজধানী জর্জটাউন থেকে উড়ে গিয়েছিল একটি বোয়িং জেটলাইনার । কিছুক্ষণ পরেই ইঞ্জিনে দেখা যায় গণ্ডগোল । বিমানটি ফিরে আসে জর্জটাউন এয়ারপোর্টে । কিন্তু নামতে গিয়ে রানওয়ে ছেড়ে বেরিয়ে যায় বিমানটি । ছয় যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
ফ্লাই জামাইকা এয়ারওয়েজের প্লেনটি যাচ্ছিল টরন্টোয় । তাতে যাত্রী ছিলেন ১১৮ জন। তাঁদের মধ্যে ৮২ জন ছিলেন কানাডার নাগরিক । ওড়ার মিনিট দশেক বাদে পাইলট লক্ষ করেন, হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা হচ্ছে । তিনি জর্জটাউন এয়ারপোর্টে বিমান ফিরিয়ে নিয়ে যান ।
গায়নার পরিবহণ মন্ত্রী ডেভিড প্যাটারসন জানিয়েছেন, আহতদের কারও জীবনের আশঙ্কা নেই । তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল ।
Be the first to comment