ফের বাড়লো রান্নার গ্যাসের দাম; পড়ুন!

Spread the love

১০ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজির ভর্তুকিযুক্তি সিলিন্ডারের পিছু দাম বাড়ল ২ টাকা। ডিলারদের কমিশন বাড়ানোর জন্যই এবারের দাম বৃদ্ধি। এতদিন ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ডিলারদের কমিশন ছিল ৪৮.৮৯ টাকা। তার মধ্যে রক্ষণাবেক্ষণ ও ডেলিভারি চার্জও ধরা হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য ২৯ টাকা ৩৯ পয়সা। ডেলিভারি চার্জ ১৯.৫০ টাকা।

তবে গ্রাহক যদি সরাসরি ডিলারের অফিসে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করেন, তাহলে তাকে কোনও ডেলিভারি চার্জ গুনতে হবে না। আর ৫ কেজির সিলিন্ডার পিছু কমিশন ছিল ২৪.২০ টাকা। এখন সেটা বেড়ে হয়েছে যথাক্রমে ৫০.৫৮ টাকা এবং ২৫.২৯ টাকা। এখন ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ খরচ ৩০.০৮ টাকা। ডেলিভারি চার্জ হয়ছে ২০.৫০ টাকা। এর ফলে কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৫১০.৭০ টাকা।

মুম্বইতে বেড়ে হয়েছে ৫০৫.০৫ টাকা। আবার দিল্লিতে ৫০৭.৪২ টাকা। প্রসঙ্গত, গত জুনের পর থেকেই প্রায় প্রতিমাসেই গ্যাসের দাম বেড়েছে। ভিত্তিমূল্যের উপর জিএসটি সহ অন্যান্য কারণে এখন পর্যন্ত দাম বেড়েছে প্রায় ১৬.২১ টাকা। প্রসঙ্গত, গত পয়লা নভেম্বরও দামে বাড়ে রান্নার গ্যাসের। সেবারও ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ২.৯৪ টাকা দাম বাড়ে। আর ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৬০ টাকা বেড়ে হয় ৯৩৯ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়াল ৯৪২.৫০ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*