বাংলাদেশে সাধারণ নির্বাচনের মুখে আগামি ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘হাসিনা: আ ডটারস টেল’। পিপলু চৌধুরীর পরিচালনায় ছবিটি বাংলাদেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেপ্টেম্বরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘আ ডটারস টেল’-এর ট্রেলার। ‘এই তথ্যনাট্য চিত্রটি আপাতত চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক পিপলু চৌধুরী।
এই ছবিটি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান আর নৈকট্যের গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে কখনও হাসিনা বঙ্গবন্ধু কন্যা, কখনও জননী, কখনও বোন, কখনও জননেত্রী। ৭০ মিনিটের ডকু-ড্রামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের ইতিহাসও বলা হয়েছে। ছবির সম্পাদনা নবনীতা সেন এবং সঙ্গীতে দেবজ্যোতি মিশ্র।
Be the first to comment