টিপু সুলতানের জন্মদিবস পালনের বিরোধিতায় রাজ্যে শক্তি প্রদর্শনে নামলো বিজেপি, গ্রেফতার বহু!

Spread the love
কিছুদিন আগেই রাজ্যে উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । শনিবার টিপু সুলতানের জন্মদিবস পালনের বিরোধিতায় রাজ্যে শক্তি প্রদর্শনে নামল গৈরিক ব্রিগেড। ২০১৫ সাল থেকে রাজ্যে টিপু সুলতানের জন্মদিন পালন করা হয়ে থাকে । বিজেপির দাবি, রাজ্যে শাসক জে ডি এস ছদ্মধর্মনিরপেক্ষতাবাদী । এদিন জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে বাধা দিতে চেষ্টা করেন কয়েকজন বিজেপি সমর্থক । তাঁদের গ্রেফতার করা হয়েছে ।
টিপু সুলতান ঠিক কেমন মানুষ ছিলেন তা নিয়ে কংগ্রেসের সঙ্গে গুরুতর মতভেদ রয়েছে সঙ্ঘ পরিবারের । কংগ্রেসের ধারণা, টিপু ছিলেন স্বাধীনতা সংগ্রামী । তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হন । অন্যদিকে গেরুয়া ব্রিগেডের বক্তব্য, টিপু ছিলেন অত্যন্ত নিষ্ঠুর শাসক । তিনি বহু সংখ্যক হিন্দু ও খ্রিস্টানকে হত্যা করেছিলেন। যারা মুসলিম ধর্মে দীক্ষিত হতে অস্বীকার করত, তাদেরই তিনি হত্যা করতেন ।
রাজ্যে টিপু জয়ন্তী পালন শুরু করে কংগ্রেস। পরবর্তীকালে এইচ ডি কুমারস্বামীর সরকারও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে । যদিও এবার অসুস্থতার দরুণ কুমারস্বামী নিজে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না । বিজেপির অভিযোগ, সরকারি অর্থের অপচয় করে এক অত্যাচারী রাজার জন্মদিন পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়কে তোষণ করা ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পালটা টুইট করেছেন, আমরা কোনও ধর্মীয় নেতার জন্মজয়ন্তী পালন করছি না । টিপু ছিলেন দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ ও ঊদার শাসক । তিনি ছিলেন জাতির সম্পদ ।
টিপুকে নিয়ে বিতর্ক আছে ইতিহাসবিদদের মধ্যেও । একদল টিপুর দেশপ্রেমিক চরিত্রের কথা তুলে ধরতে চান । তাঁরা বলেন, সুলতান হিন্দু মন্দির নির্মাণে অনেক দান করেছিলেন । অন্যদিকে আর একদল ইতিহাসবিদ ব্রিটিশ লেখক ও  টিপুর নিজের সেনাপতির লেখা উদ্ধৃত করে প্রমাণ দিতে চান, টিপু ছিলেন ধর্মান্ধ ।
সরকার টিপু জয়ন্তিতে যে কোনও ঝামেলা এড়াতে তৎপর হয়েছে। রাজ্যের সর্বত্র জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । পুলিশের কড়া নির্দেশ, টিপু সুলতানের জন্মজয়ন্তীর পক্ষে হোক বা বিপক্ষে, কেউ মিছিল বার করলেই গ্রেফতার করা হবে । যে সব জায়গায় বিরোধীদের বিক্ষোভ দেখানোর সম্ভাবনা আছে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ ।
কুমারস্বামী এক বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আমরা চাই, টিপু জয়ন্তী শান্তিপুর্ণভাবে পালিত হোক। যারা অনুষ্ঠানে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ । সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ রাখা হবে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*