ওয়াহিদা রহমান বলেন, “বাংলা ছবি সবসময় আমাকে মুগ্ধ করেছে। তবে তেমনভাবে ছবিটি দেখা হয় না। সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে যখন কাজ করেছিলাম, সত্যজিৎ রায় আমাকে যখন ছবির প্রস্তাব দেন, আমি বলেছিলাম বাংলা জানি না। উনি বলেছিলেন যে তোমার চরিত্র এমন যে তাতে তিনটে ভাষা থাকবে। আমার চার পাঁচটা ছবির কলকাতায় শুটিং হয়েছে।”
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “এই দিনটা প্রতি বছর ফিরে আসে। আমাদের মতো যাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাঁরা সবাই একটা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য। এখানে আসতে পেরে খুবই গর্বিত মনে হচ্ছে। এখানে এসে এই ১০০ বছরের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন একটা সুন্দর পরিবেশ দেখতে পেলাম, সেটা খুব ভালো লেগেছে। কৃতজ্ঞ চিত্রে আমি স্মরণ করছি আমার পূর্বসূরীদের, যাঁদের আত্মত্যাগে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুযোগ পাচ্ছে সারা পৃথিবীর ছবি সম্পর্কে একটা হদিশ পাবে। শুভেচ্ছা জানাই এই দর্শকমণ্ডলকে।”
প্রতিবছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসেন অমিতাভ বচ্চন। এবছরও তার অন্যথা হয়নি। এদিন বাংলাতেই জামাইবাবুর অনুরোধ,”প্রতিবারই আসি। আর আমায় ডাকবেন না। রক্ষা কর মা”। কিন্তু নাছোড় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পরের বছর জয়া বচ্চনের সঙ্গে আসতে হবে অমিতাভকে। কারণ পরের বছর ২৫-শে পা রাখতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মুখ্যমন্ত্রীর কথায়, ”আপনাকে ছাড়া উৎসব হতে পারে না”। ভাইদূজ ও রাখীবন্ধনের প্রতিশ্রুতি হিসেবে শাহরুখকেও আমন্ত্রণ জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment