মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, আহত ১; পড়ুন!

Spread the love
মন্দির থেকে পুজো দিয়ে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে উলটো দিক দিয়ে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো তাঁর স্ত্রীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মেয়ে।
ঘটনাটি দিল্লির পাঞ্জাবি বাগ ফ্লাইওভারে। দিল্লি পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। এক ব্যক্তি তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে ছত্তরপুর মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের বাড়ি দিল্লির আদর্শনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবি বাগ ফ্লাইওভারের উপর উলটো দিক দিয়ে প্রবল গতিতে আসা একটা এসইউভি ধাক্কা মারে তাঁদের গাড়িতে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে যাচ্ছে একটি এসইউভি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সেটি। তারপর ডিভাইডার টপকে বিপরীত দিক থেকে আসা ওই ব্যক্তির গাড়িতে ধাক্কা মারে। তারপরেও এসইউভি থামেনি। পেছনে আসা আর একটি গাড়িতে ধাক্কা মেরে থেমে যায় সেটি।
পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় ওই এসইউভি চালাচ্ছিলেন একজন মহিলা। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। ঘটনার পরেই নিজের গাড়ি ফেলে ওই মহিলা পালান বলে পুলিশ সূত্রে খবর। ধাক্কা মারার পরেই সঙ্গে সঙ্গে স্ত্রী ও মেয়েকে নিয়ে হাসপাতালে যান ওই ব্যক্তি। সেখানে বছর ৩৮-এর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। মেয়েরও চোখে গুরুতর আঘাত লেগেছে। আপাতত হাসপাতালে ভর্তি সে।
ঘটনার পরে ওই এলাকা থেকে দুটি ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করে পুলিশ। এসইউভি চালিকা ওই মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*