বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল ২২ নভেম্বর বৈঠকে বসছে। “গণতন্ত্র বাঁচাতে এবং জাতিকে বাঁচাতে” রণকৌশল নিয়ে আলোচনা করবে তারা। সব বিরোধীকে এক জায়গায় আনতে শুক্রবারই দিল্লিতে তেলুগু দেশম প্রধান অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেখা করেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অশোক গেহলতের সঙ্গে। ইতিমধ্যেই চন্দ্রবাবু রাহুল গান্ধি, ফারুক আবদুল্লা, মায়াবতী, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, যশবন্ত সিনহা, মুলায়ম সিং, অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। মমতা বন্দ্যাোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। চন্দ্রবাবু জানান, বিরোধী দলগুলিকে এক জায়গায় আনতে চেষ্টা চলছে। সিবিআই এবং রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে তিনি বলেন, তাংর হস্তক্ষেপের জন্যই দেশের অর্থনৈতিকর দুরবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিরোধী নেতাদের পিছনে আয়কর বিভাগকে লাগিয়ে দেওয়া হচ্ছে। মোদির আমলে কৃষক, শ্রমিক, দলিত, ব্যবসায়ী, সংখ্যালঘু কেউই খুশি নন। গেহলত বলেন, কেন্দ্র বিচারবিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। দেশে চলছে অঘোষিত জরুরি অবস্থা।
Be the first to comment