পর্যটকদের কাছে এবার নতুন চেহারায় ধরা দেবে কালিম্পং, পড়ুন!

Spread the love
কালিম্পং শহরের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে পুরসভা। হাইমাস্ট আলো, পথবাতি, রাস্তা সংস্কার, বিভিন্ন রাস্তার সম্প্রসারণ-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। গ্রিন সিটি মিশন প্রকল্পে এই সৌন্দর্যায়নের কাজ করছে পুরসভা। পর্যটকদের কাছে নতুন চেহারায় ধরা দেবে কালিম্পং।
দরজায় কড়া নাড়ছে শীত। পাহাড়ি ঠান্ডার আমেজ পেেত পর্যটকরা এখন থেকেই ব্যাগপত্তর গোছাতে শুরু করেছেন। আর পর্যটকদের কাছে নতুন চেহারায় ধরা দিতে সাজছে কালিম্পং। পাহাড়ি শহরের খোলনলচে বদলে দিতে তৎপর রাজ্য সরকার। বাসিন্দাদের দাবি মেনে ইতিমধ্যেই নতুন জেলা পেয়েছে কালিম্পং। আর নতুন জেলা হচ্ছে আরও ঝাঁ-চকচকে। আরও আধুনিক। গ্রিন সিটি মিশন প্রকল্পে কালিম্পঙের বুকে উন্নয়নের ছোঁয়া।
গ্রিন সিটি মিশন প্রকল্পে সাজছে কালিম্পং – কািলম্পঙকে সাজাতে বিভিন্ন রাস্তায় ৭২টি পথবাতি – দাম্বেরচক, থানা দারা এলাকা-সহ বিভিন্ন এলাকায় হাইমাস্ট আলো – মোট ১০টি হাইমাস্ট আলো লাগানো হয়েছে – শহরের রাস্তাগুলিকে চওড়া করা হচ্ছে – এছাড়াও বিভিন্ন ভাঙা রাস্তা সংস্কার করা হচ্ছে – বিভিন্ন রাস্তায় স্থানীয় ও পর্যটকদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা
কালিম্পং জেলার সৌন্দর্যায়নে খুশি স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, শহরের সৌন্দর্যায়নে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। ব্যবসায় লাভ হবে। আগে অপরিসর, সংকীর্ণ রাস্তায় গাড়ি চলাচলে অসুবিধায় পড়তেন পর্যটকরা। রাস্তা সংস্কার হলে পর্যটকদের সমস্যাও ঘুচবে।
কালিম্পং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জল, রাস্তা, নিকাশি ও পর্যটনের উপর জোর দেন। তারপরই শুরু হয় তৎপরতা। এখন পাহাড়ের কোলে হাসছে কালিম্পং। হাসছেন কালিম্পঙের মানুষজন। কালিম্পঙের মুখে নতুন হয়ে ওঠার খুশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*