ভারতীয় অর্থনীতির দুরবস্থার জন্য রাজনৈতিক কেন্দ্রীয়করণকে দায়ী করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কেন্দ্রীয় সরকার দেশের সর্বোচ্চ ব্যাঙ্কের স্বশাসনে হস্তক্ষেপ করছে ও এই কারণেই অর্থনীতির দুরবস্থা ।
বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বকৃতায় রাজন জানিয়েছেন ভারতে রাজনৈতিক একাধিকার চলছে যা বৃহত্তম গণতন্ত্রের জন্য সঠিক নয়। দেশের সমস্ত সিদ্ধান্ত কেবলমাত্র কেন্দ্র নিতে পারে না, প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষমতার বন্টন হওয়া উচিৎ । বর্তমান সরকার সম্পূর্ণ কেন্দ্রীয়করণের রাজনীতি করে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ কিন্তু সব সিদ্ধান্তের জন্য তাঁর অনুমোদনের প্রয়োজন হলে সেটি একটি সমস্যাজনক বিষয় । সরকারী আমলা থেকে শুরু করে সব স্তরে কাজ হওয়া দরকার, কেবলমাত্র ক্যাবিনেটের উপর নির্ভর করে বৃহত্তম গণতন্ত্র চলতে পারে না, জানিয়েছেন রাজন।
Be the first to comment